BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে 'শহীদী মার্চ' কর্মসূচি পালিত হবে বৃহস্পতিবার। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।সারজিস আলম জানান, ‘শহীদী মার্চ’-টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হবে। মার্চটি নীলক্ষেত, কলাবাগান হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এছাড়া, জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের এই ‘শহীদী মার্চ’-এ অংশগ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।