BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। এর আগে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে একই ভৌগোলিক অঞ্চলের দেশ ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও সোমবার ঈদ উদযাপিত হবে।এদিকে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনসহ অন্তত ১১টি মুসলিম দেশ ইতোমধ্যেই আজ রোববার ঈদুল ফিতর উদযাপন করছে। এসব দেশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ পালিত হচ্ছে।এবার ঈদের চাঁদ দেখা নিয়ে আগেই পূর্বাভাস দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। তারা জানিয়েছিল, রোববার বাংলাদেশে চাঁদ দেখা যাবে এবং সোমবার ঈদ উদযাপিত হবে।গতকাল শনিবার কেন্দ্রটি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, ‘বাংলাদেশ : সোমবার, ৩১ মার্চ ঈদুল ফিতর।’ পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার দেশের বিভিন্ন জায়গায় খালি চোখেই চাঁদ দেখা গেছে।ঈদুল ফিতরের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ ও শান্তি—এ প্রত্যাশা সবার। ঈদ মোবারক!