BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
জীবনের বড় একটি সময় মানুষ কাটায় অফিস, ব্যবসা বা নানা পেশাগত দায়িত্বে। তবে ব্যস্ততার মাঝেও একজন মুমিনের হৃদয় আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয় না। জিকির এমন এক ইবাদত, যা হৃদয়ে প্রশান্তি আনে, গুনাহ মুছে দেয় এবং বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায়।আল্লাহ তাআলা বলেন,“فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ” — “তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব।” (সুরা বাকারা: ১৫২)আরও বলেন, “أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ” — “জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়।” (সুরা রাদ: ২৮)নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে এমন কিছু সংক্ষিপ্ত জিকির শিখিয়েছেন, যা অল্প সময়েই অফুরন্ত বরকত ও নূর নিয়ে আসে। নিচে রয়েছে চারটি মূল্যবান জিকির, যেগুলো অফিসে কাজের ফাঁকেও সহজে পড়া যায়—
জীবনের বড় একটি সময় মানুষ কাটায় অফিস, ব্যবসা বা নানা পেশাগত দায়িত্বে। তবে ব্যস্ততার মাঝেও একজন মুমিনের হৃদয় আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয় না। জিকির এমন এক ইবাদত, যা হৃদয়ে প্রশান্তি আনে, গুনাহ মুছে দেয় এবং বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায়।আল্লাহ তাআলা বলেন,“فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ” — “তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব।” (সুরা বাকারা: ১৫২)আরও বলেন, “أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ” — “জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়।” (সুরা রাদ: ২৮)নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে এমন কিছু সংক্ষিপ্ত জিকির শিখিয়েছেন, যা অল্প সময়েই অফুরন্ত বরকত ও নূর নিয়ে আসে। নিচে রয়েছে চারটি মূল্যবান জিকির, যেগুলো অফিসে কাজের ফাঁকেও সহজে পড়া যায়—