সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫% কোটা ) এনে সংসদে আইন পাস করার জন্য পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দিতে পদযাত্রা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বরিশালের নগরীর বেলস পার্ক থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্য গণপদযাত্রা বের করেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলন সমন্বয় কমিটির সদস্য সুজয় শুভ জানান, আজ আমরা নিয়মতান্ত্রিকভাবে এই বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান দিয়েছি। এখন তারা যতো দূর এই সমস্যার সমাধান করবে এবং আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিবেন তখন তাড়াতাড়ি আমরা আবার ক্লাস রুমে ফিরতে যাবো। নতুবা আমাদের যৌক্তিক দাবি আদায়ে শত বাঁধা উপেক্ষা করে হলেও আমরা মাঠে থাকবো। যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।
এসময় এই পদযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাবো। কেন্দ্রের সাথে সমন্বয় করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচী চালিয়ে যাবো। এটা হাজার ছাত্রের প্রাণের দাবী।
মন্তব্য করার জন্য লগইন করুন!