বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে 'শহীদী মার্চ' কর্মসূচি পালিত হবে বৃহস্পতিবার। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সারজিস আলম জানান, ‘শহীদী মার্চ’-টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হবে। মার্চটি নীলক্ষেত, কলাবাগান হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এছাড়া, জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের এই ‘শহীদী মার্চ’-এ অংশগ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, "১৯৭২ সালের সংবিধান মূলত আওয়ামী লীগের, যা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।" বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সমন্বয়করা আরও জানান, দেশের যেকোনো স্থানে চাঁদাবাজি বন্ধ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিয়ত সক্রিয় ভূমিকা পালন করছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!