BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বিএনপির কেন্দ্র ঘোষিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে চাঁদপুরে রক্তদান কর্মসূচি পালন করা হয়। ৩ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চাঁদপুর জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ড্যাবের এ রক্তদান কর্মসূচি পালন করা হয়।রক্তদান কর্মসূচীতে (ড্যাব) ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আহমেদ কাজল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট সেলিম উল্লাহ সেলিম।তিনি তার বক্তব্য বলেন, জুলাই আগস্ট কে ধারণ করে আমরা নিহত এবং আহতদের স্মরণ করতে চাই, তাদের আত্মত্যাগের প্রতি আমরা সম্মান জানাতে চাই, তাদের অবদান যেন বাঙালি জাতি ভুলে না যায় সেজন্য প্রতিবছর আমরা এই সময়কে স্মরণ করার জন্য দিবস হিসেবে পালন করতে চাই। তিনি হুঁশিয়ার করে বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে, যারা বর্তমান দেশের দায়িত্বে আছেন তাদেরকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে, কিন্তু নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না, তাই সময় থাকতে জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধির হাতে ন্যাস্ত করুন এবং আপনারা স্ব-সম্মানে থাকার ব্যবস্থা করুন। জনগণ আপনাদের কাছে ঋণি হয়ে থাকবে। কিন্তু তার ব্যতিক্রম হলে কোন ভাবেই মেনে নেয়া হবে না।