BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মোঃ বায়েজিদ।। চাঁদপুর সদর ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুর সদর ও পৌর বিএনপির সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন শেখ হাসিনা ভাড়াটিয়া ও হাইব্রিড নেতা তৈরির কারণে পালিয়েছেন। দলে হাইব্রি ও ভাড়াটিয়া সহ কোন প্রকার চাঁদাবাজদের স্থান নেই। আশা করি নতুন নেতৃত্ব দলকে সু-সংঘটিত করবেন।চাঁদপুর সদর উপজেলা বিএনপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হযরত আলী ঢালী।সদর উপজেলা বিএনপির সুপার সেভেন কমিটির নেতৃবৃন্দরা হলেন : সভাপতি শাহজালাল মিশন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী।চাঁদপুর পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. হারুনূর রশীদ।