BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।রবিবার রাতে উপজেলার গোড়াইল ও ইচাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন উপজেলার গোড়াইল গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে আলমগীর মৃধা (৫০) ও যুগী গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইউসুফ মিয়া (২৭)।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, আলমগীর মৃধা বংশাই নদীর গোড়াইল এবং ইউসুফ মিয়া লৌহজং নদীর ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল এলাকা থেকে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন।স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে দুই ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, “জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।