BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আবু রাসেল সুমন ব্যাুরো প্রধান, খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মাটিরাঙা জোনের দায়িত্ব পূর্ণ এলাকার সরকারি দপ্তরের সকল কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা করেছে ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী।বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরের হল রুমে মাসিক এ সমন্নসভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল কৌশিক জাহান।মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল কৌশিক জাহান বলেন,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্যঞ্চলের শান্তি সম্প্রীতি রক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এ ধারাবাহিকতা অব্যহত রাখতে জোনের আওতাধীন এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সব রকম তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা নবাগত জোন অধিনায়ক লে.কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি।