আবু রাসেল সুমন ব্যাুরো প্রধান: খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে পুলিশ সদস্যদের শৃঙ্খলা কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট ) জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল।
আলোচনা সভায়, পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের ইউনিটের আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত,পারিবারিক বিভিন্ন সমস্যার বিষয়ে
সকলের ব্যক্তিগত মতামত শুনেন। এবং সমস্যা সমাধানের দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে
সকল অফিসার ও ফোর্সকে পুলিশের সদাচরণ, পেশাদারিত্ব এবং আইন ও বিধি মেনে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রধান করা হয় পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণে জেলা পুলিশ সুপার সর্বদা বদ্ধ পরিকর।
পরে, পুলিশ সদস্যদের বিনোদনের জন্য অটলটিলা পুলিশ ক্যাম্প ৪৩" ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ক্যারাম বোর্ড এবং মানিকছড়ি ফরেনার্স চেকপোস্টে ক্যারাম বোর্ড প্রদান করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন ইউনিটের চাহিদা মোতাবেক স্টেশনারি ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল বিতরন শেষে সেচ্ছায় পিআরএল গমণে ইচ্ছুক ২ জন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতা, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!