BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঢাকার হাজারীবাগে নির্মমভাবে খুন হয়েছেন ফটোগ্রাফার নুরুল ইসলাম। উন্নত মানের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার জন্য তাঁকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে হত্যা করে টিকটক আসক্ত একদল তরুণ।১৬ মে সন্ধ্যায় ধানমন্ডির শংকর চৌরাস্তা থেকে ডেকে নিয়ে জাফরাবাদের জাফরাবাদ পুলপাড় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় তাঁকে। এই ঘটনায় জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার (২০ মে) ঢাকা ও ময়মনসিংহ এলাকা থেকে ১০ জন তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন,"ফটোগ্রাফার নুরুল ইসলামের দুটি ক্যামেরা ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতরা ১৮ থেকে ২২ বছর বয়সী তরুণ, যারা টিকটকে ভিডিও তৈরি করে। উন্নত মানের ভিডিওর জন্য ক্যামেরার দরকার ছিল বলেই তারা এই হত্যাকাণ্ড ঘটায়।"কিভাবে ফাঁদ পাতা হয়:ফটোগ্রাফার নুরুল ইসলামের একটি ফেসবুক পেজ রয়েছে—‘Nurislam Photographer’। এই পেজে বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি পোস্ট করেন তিনি। তরুণদের দলটি এই পেজ ঘেঁটে তাঁকে শনাক্ত করে। ১৫ মে তাঁকে ফোন করে এক বিয়ের অনুষ্ঠানের ছবি তুলতে অনুরোধ করা হয় এবং বিকাশে ৫০০ টাকা অগ্রিম পাঠানো হয়।