টিকটকের ভাইরাল ভিডিও এখন শুধু বিনোদনের উৎস নয়, সাইবার অপরাধীদের হাতিয়ারও বটে। ‘ক্লিকফিক্স’ নামে এক প্রতারণামূলক কৌশল ব্যবহার করে টিকটক ব্যবহারকারীদের তথ্য চুরি করছে হ্যাকাররা। ভয়ংকর ইনফোস্টিলার ম্যালওয়্যার ‘ভিডার’ ও ‘স্টিলসি’ ছড়াতে এই প্ল্যাটফর্মকে কাজে লাগাচ্ছে তারা। এ তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্যাপকাট’ ও ‘স্পটিফাই প্রিমিয়াম’ বিনা খরচে ব্যবহারের ট্রিক নিয়ে তৈরি করা জনপ্রিয় কিছু ভিডিওতে ম্যালওয়্যার যুক্ত করা হয়েছে। ভিডিওগুলোর ডিসক্রিপশনে থাকা পাওয়ারশেল কমান্ড ব্যবহার করলেই ব্যবহারকারীর ডিভাইসে গোপনে ইনস্টল হয়ে যাচ্ছে তথ্য চুরির সফটওয়্যার।
‘ভিডার’ ম্যালওয়্যার ব্যবহারকারীর স্ক্রিনশট, লগইন তথ্য, ক্রেডিট কার্ড, কুকি, টেক্সট ফাইল, ২-ফ্যাক্টর অথেনটিকেশন অ্যাপ এবং ক্রিপ্টো ওয়ালেটের তথ্য হাতিয়ে নেয়। অপরদিকে, ‘স্টিলসি’ ম্যালওয়্যার ওয়েব ব্রাউজার ও ডিজিটাল ওয়ালেটের তথ্য চুরি করে গোপনে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এআই ব্যবহার করে তৈরি এসব ভিডিও টিকটকে লাখ লাখবার ডাউনলোড হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
বিশ্বজুড়ে সাইবার অপরাধে সক্রিয় রাশিয়ার এপিটি-২৮, উত্তর কোরিয়ার কিমসুকি, ইরানের মাডিডি ওয়াটারসহ একাধিক হ্যাকার গ্রুপ এ ধরনের কৌশল ব্যবহার করে আসছে। আগে শুধু উইন্ডোজ ব্যবহারকারীদের লক্ষ্য করলেও এখন ম্যাক ও লিনাক্স প্ল্যাটফর্মেও এই হামলার নজির পাওয়া গেছে।
সতর্ক থাকুন! অজানা লিংকে ক্লিক করার আগে একবার ভাবুন—আপনার মূল্যবান তথ্য কোনো হ্যাকার দল হাতিয়ে নিচ্ছে না তো?
মন্তব্য করার জন্য লগইন করুন!