BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কিশোরগঞ্জের মিঠামইনের হাওর ঘেঁষা ‘প্রেসিডেন্ট রিসোর্ট’, যা একসময় ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদের বিলাসবহুল সম্পদ হিসেবে পরিচিত ছিল, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ঘটনায় আলোচনায় আসে হারুনের এই রিসোর্ট। বর্তমানে সেখানে রাজত্ব করছে শিয়াল-কুকুর, আর বিশাল এই স্থাপনাটি রূপ নিয়েছে অন্ধকার ভুতুড়ে পল্লিতে।রিসোর্টের বিলাসী অতীত:৪০ একরেরও বেশি জায়গায় গড়ে ওঠা এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড, অত্যাধুনিক সুইমিং পুল এবং শীততাপ নিয়ন্ত্রিত ৪০টি কক্ষ। ২০২১ সালে উদ্বোধন হওয়া এই রিসোর্টে প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া ছিল ২০ হাজার টাকা, আর ডিলাক্স রুমের ভাড়া ১০ হাজার টাকা। রিসোর্টের ব্যবস্থাপনায় ছিলেন হারুনের ছোট ভাই ডা. শাহরিয়ার।