সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের ভবিষ্যৎ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন রেজা পাহলভি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রেজা পাহলভি বলেন, বর্তমান ইরান যে ‘সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের’ সঙ্গে যুক্ত, সেই পরিচয় বদলে যাবে। এর পরিবর্তে একটি শান্তিপ্রিয়, সুন্দর ও সমৃদ্ধ ইরান গড়ে তোলা হবে। বর্তমান শাসনব্যবস্থা ভেঙে পড়লে ইরানের সামরিক পরমাণু কর্মসূচির অবসান ঘটবে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের সমর্থন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে।
তিনি আরও বলেন, একটি স্বাধীন ইরান আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, মাদক পাচার এবং চরমপন্থি ইসলামবাদের বিরুদ্ধে কাজ করবে। একই সঙ্গে অঞ্চলটিতে একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা রাখবে।
রেজা পাহলভির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। পাশাপাশি তিনি ‘আব্রাহাম চুক্তির’ সম্প্রসারণ হিসেবে প্রস্তাবিত ‘সাইরাস অ্যাকর্ডস’-এর কথাও উল্লেখ করেন। এ উদ্যোগের লক্ষ্য হবে স্বাধীন ইরান, ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা।
তিনি জানান, পারস্পরিক স্বীকৃতি, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের ভিত্তিতে ইরানে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। অর্থনীতি, জ্বালানি খাত ও শাসনব্যবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ইরানকে শান্তি, সমৃদ্ধি ও অংশীদারত্বের শক্তিতে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
লগইন
ক্ষমতায় এলে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বিলুপ্ত করা হবে: রেজা পাহলভি
মন্তব্য করার জন্য লগইন করুন!