BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আগামী এক মাসের মধ্যে শেষ করার আহ্বান জানিয়েছে এক্স–ফোর্সেস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর দণ্ড দ্রুত কার্যকরেরও দাবি তুলেছে সংগঠনটি।আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।'শহীদ মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের মৃত্যুদণ্ড অনতিবিলম্বে কার্যকর করার দাবি' ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে এক্স–ফোর্সেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, বর্তমানে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলমান।তিনি বলেন, “স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের প্রতি পরিষ্কার বার্তা দিতে চাই—রায় কার্যকরের ক্ষেত্রে কোনো হুমকি, প্রলোভন কিংবা রাজনৈতিক চাপ আপনাদের প্রভাবিত করতে দেওয়া যাবে না। রায় ঘোষণার সাত কার্যদিবসের মধ্যেই তা কার্যকর করতে হবে।”