আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, গত ৫৪ বছরে দেশে চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ হয়নি। এ কারণেই এবারের নির্বাচনে সাধারণ মানুষ পরিবর্তন চায়।
তিনি বলেন, এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে ১১ দলীয় জোট তথা বাংলাদেশ জামায়াতে ইসলামী। চাঁদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থন দেখে একটি রাজনৈতিক দল দিশেহারা হয়ে পড়েছে এবং তারা এখন প্যাসিবাদী চরিত্রে রূপ নিচ্ছে।
অধ্যাপক গোলাম পরোয়ার আরও বলেন, প্রকৃত পরিবর্তন আনতে হলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করতে হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস ও ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল মিয়াজী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর সদর আসন–৩-এর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহাজান খান, জেলা এনসিবির আহ্বায়ক মাহাবুবুল আলম, জেলা ছাত্রশিবির সভাপতি খলিলসহ কারা নির্যাতিত জুলাই যোদ্ধারা।
জনসভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শাহাজান খান এবং সঞ্চালনা করেন সদর জামায়াতের আমির আফসার উদ্দিন মিয়াজী। এছাড়া সুলতান মাহমুদুল হাসান এবং হিলশা ও মোহনা শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।
লগইন
চাঁদপুরে জামায়াতের নির্বাচনী জনসভা মানুষ পরিবর্তন চায়- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
মন্তব্য করার জন্য লগইন করুন!