BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
এইচ এম আরিফ হোসেনঃচাঁদপুরে একদল উচ্ছৃঙ্খল ছাত্রদের অযাচিত আচরণের কারণে চাঁদপুর সদর মডেল থানা অনেকটা অচলাবস্থা সৃষ্টি হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেছেন, ‘একটা সমস্যা হয়েছে, তবে আমরা তা কাটিয়ে উঠছি। সব ঠিকঠাক হয়ে যাবে।’ সোমবার ও মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সদর মডেল থানায় এই ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা গেছে একদিকে উত্তেজিত ছাত্রদের চাপ, তীব্র গরম ও বিদ্যুৎ না থাকা সব মিলিয়ে দুপুরে পুলিশের রোলকলের সময় হঠাৎ করে প্রেসার বেড়ে গেলে মডেল থানার ওসি আলমগীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দুপুরে দ্রুত তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।খবর শুনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাহবুবুর রহমান দ্রুত ছুটে এসে তার উন্নত সেবা নিশ্চিত করেন। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান স্টেপ সার্ভিসে (ওসেক) রয়েছেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি পেসার বৃদ্ধির কারনে অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে হাইপ্রেসারের ঔষধ ও স্যালাইন দিয়েছি। এখন তিনি কিছুটা সুস্থ। আশাকরি দ্রুত তিনি সেরে উঠবেন।খবর পেয়ে দ্রুত থানায় আসেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। তিনি গণমাধ্যমকে বলেন, থানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সংকটের পাশাপাশি সমাধানও রয়েছে। তবে পুলিশ বাহিনীকে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সবাইকে সহযোগিতা করতে হবে।