শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় শহর তেঙ্গল থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে সাগরে মাছ ধরার সময় ছয়জন জেলে ভেসে থাকা কিছু বোতল সংগ্রহ করেন।
জেলেরা মনে করে বোতলগুলোতে মদ আছে এবং তরল পান করে।
ফলে চারজন জেলের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
নৌবাহিনী অবশিষ্ট জেলেদের উদ্ধার করে তীরে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
'ডেভন' নামক মাছ ধরার নৌকায় আটকে থাকা অসুস্থ জেলেদের নৌবাহিনীর সদস্যরা চিকিৎসা প্রদান করছেন।
আরেকটি নৌযান দিয়ে 'ডেভন'-কে তীরে টেনে আনা হচ্ছে।
কর্তৃপক্ষ সাগরে পাওয়া বোতলগুলোতে কোন তরল ছিল তা তদন্ত করছে।
এ ঘটনায় রাজধানী কলম্বো থেকে ১২০ মাইল দূরের উপকূলীয় শহর তেঙ্গলে বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভকারীরা এখনো জীবিত থাকা জেলেদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!