BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নাইম তালুকদার : সুনামগঞ্জ প্রতিনিধি :সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর মৃতদেহ ফেলে রেখে শ্বশুর বাড়ির লোকজন পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্ত্রীর বাবার বাড়ির লোকজনের অভিযোগ- স্বামী ও শ্বশুর- শাশুড়ি অমানবিক নির্যাতনে করে ওই নারী'র মৃত্যু হয়েছে।নিহত নারীর নাম সাজেদা বেগম (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বশির মেয়ের স্ত্রী।সাজেদা বেগমের বড় ভাই তছর উদ্দিন জানান আমাদের বাড়ি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের (জগদল) গ্রামে।আমার বোনের বশিরের সঙ্গে ১৫ বছর আগে ইসলামী শরীয়ত সম্মতভাবে বিবাহ হয়। বিবাহের ২ বছর পর এক মেয়ে সন্তান জন্ম লাভ করেন। মেয়ে সন্তানের জন্মের কয়েক বছর পর তাদের সংসারে নেমে আসে অশান্তির ছায়া। বিবাহিত জীবনে প্রতিনিয়ত আমার বোনকে স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে নির্যাতন করতেন।