BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সুনামগঞ্জ প্রতিনিধি:শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন হাজিপাড়া গ্রামের খারাসাবাড়ির রাস্তায় চলাচলে বাঁধা দেওয়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (১৭ মে) বিকাল ২টায় ইউনিয়নের খারাসাবাড়িতে এই সংবাদ সম্মেলন করেছেন তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ২০ পরিবারের পক্ষে কথা বলেন খারাসাবাড়ির বাসিন্দা ও পাগলা বাজারের ব্যবসায়ী আবু সাঈদ। তিনি বলেন, ২২ বছর আগে এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দু’জন মানুষ নিহত হওয়ারও ঘটনা ঘটেছিলো। পরে এই রাস্তা নির্মাণ করতে বিগত অনেক জনপ্রতিনিধিগণ বরাদ্দ দিয়েছেন। ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জগলুল হায়দার তাঁর নিজস্ব জমি পর্যন্ত দান করেছেন। এখন আমরা এই রাস্তায় চলতে গেলে মানিক মিয়া গংরা আমাদের বাঁধা দেন। আমাদের ছেলে মেয়েরা স্কুল, মাদ্রাসায় যেতে পারে না, তাদের বাড়ির মহিলারা গালমন্দ করে তাড়িয়ে দেন। এ বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্ধিগ্ন। মারাত্মক সমস্যায় আছি। গত কিছুদিন আগেও এ নিয়ে একটি ঝগড়া হয়েছে। এলাকার গণমান্য লোকজন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের কাছে এই বিষয়টির সুষ্ঠু সমাধান চাই। সরকারি রাস্তায় চলাচলে কেনো তারা আমাদের বাঁধা প্রদান করে এর বিচার চাই।