BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভারতের জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ যখন শোকস্তব্ধ, তখন প্রতিবাদ জানাতে এগিয়ে এসেছেন বলিউড তারকারাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন শাহরুখ খানের বড় ছেলে ও উদীয়মান নির্মাতা-অভিনেতা আরিয়ান খান।২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়ংকর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ মানুষ। আহত হয়েছেন আরও অনেকে। এই ন্যাক্কারজনক ঘটনার পরই দেশের প্রতি সংবেদনশীলতা দেখিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান।শুক্রবার (২৬ এপ্রিল) কলকাতায় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ উপলক্ষে এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন তিনি। পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল টালিউড ও বলিউডের অনেক তারকার, যার মধ্যে ছিলেন নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, তৃণা সাহা, সুহানা খানসহ আরও অনেকে। তবে দেশের এমন শোকাবহ সময়ে আনন্দ আয়োজন করা ঠিক হবে না ভেবে, হঠাৎ করেই পার্টি বাতিলের ঘোষণা দিয়েছেন আরিয়ান।সংবাদমাধ্যমে আরিয়ান জানান, “দেশের এমন দুঃসময়ে উৎসব করার কথা ভাবতেই পারছি না। নারকীয় এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আপাতত সব পরিকল্পনা স্থগিত করেছি।”