ভারতের জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ যখন শোকস্তব্ধ, তখন প্রতিবাদ জানাতে এগিয়ে এসেছেন বলিউড তারকারাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন শাহরুখ খানের বড় ছেলে ও উদীয়মান নির্মাতা-অভিনেতা আরিয়ান খান।
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়ংকর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ মানুষ। আহত হয়েছেন আরও অনেকে। এই ন্যাক্কারজনক ঘটনার পরই দেশের প্রতি সংবেদনশীলতা দেখিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান।
শুক্রবার (২৬ এপ্রিল) কলকাতায় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ উপলক্ষে এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন তিনি। পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল টালিউড ও বলিউডের অনেক তারকার, যার মধ্যে ছিলেন নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, তৃণা সাহা, সুহানা খানসহ আরও অনেকে। তবে দেশের এমন শোকাবহ সময়ে আনন্দ আয়োজন করা ঠিক হবে না ভেবে, হঠাৎ করেই পার্টি বাতিলের ঘোষণা দিয়েছেন আরিয়ান।
সংবাদমাধ্যমে আরিয়ান জানান, “দেশের এমন দুঃসময়ে উৎসব করার কথা ভাবতেই পারছি না। নারকীয় এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আপাতত সব পরিকল্পনা স্থগিত করেছি।”
এদিকে, শাহরুখ খানও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সালমান খানও শোক প্রকাশ করে লিখেছেন, "কাশ্মীর, গ্রহের স্বর্গ, আজ নরকে পরিণত হচ্ছে। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা পুরো জাতিকে হত্যা করার সমান।"
শাহরুখ ও সালমান ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, অজয় দেবগন, অক্ষয় কুমার, আল্লু অর্জুন, রাম চরণ, কারিনা কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফসহ অসংখ্য তারকাই এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত বিচারের দাবি তুলেছেন।
প্রসঙ্গত, হামলার ঘটনাটি ঘটেছে বিকেল ৩টার দিকে, পর্যটকদের অন্যতম প্রিয় স্থান বৈসারণে। পহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই 'মিনি সুইজারল্যান্ড' নামে পরিচিত জায়গাটি বিশেষ করে বসন্ত ও গ্রীষ্মকালে ভারতীয় এবং বিদেশি পর্যটকদের ভীড়ে মুখর থাকে।
মন্তব্য করার জন্য লগইন করুন!