BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট এলাকার পদ্মা নদীর শাখা ক্যানালে আজ রোববার সকালে মাথাবিহীন এক তরুণের মরদেহ ভেসে থাকতে দেখা গেছে। দুপুর ১২টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথভাবে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।নিহতের পরিবারের দাবি, লাশটি নিখোঁজ যুবক জিহাদ সরদারের (২৯)। তিনি গোয়ালন্দ উপজেলার কাসরন্দ গ্রামের সহিদ সরদারের ছেলে। ঢাকার একটি জাহাজ মেরামতের কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত জিহাদ গত বৃহস্পতিবার বিকেলে গ্রামের বাড়ি ফেরেন। সেদিন রাতে চাচাতো ভাইয়ের সঙ্গে বের হওয়ার পর আর ফেরেননি। পরদিন তাঁর পরিবার গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।