BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নিজস্ব প্রতিবেদক ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত তিন দিনের ঢাকা মোটর শোতে এবার দেখা মিলল গাড়ি জগতে এক নতুন ট্রেন্ডের—বৈদ্যুতিক যানবাহনের আধিপত্য। বিদেশি ও দেশীয় ব্র্যান্ডের নানা মডেলের গাড়ি, মোটরসাইকেল ও ইন্ডাস্ট্রিয়াল বাহনে মুখর ছিল প্রদর্শনী।এই আয়োজনে মরিস গ্যারেজের (MG) নতুন ‘সাইবারস্টার’ স্পোর্টস ইভি কার ছিল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। দাম ১ কোটি ২৫ লাখ টাকা হলেও এর ৫০০ কিলোমিটার রেঞ্জ, ৩.০ সেকেন্ডে ০-১০০ কিমি গতির ক্ষমতা ও স্টাইলিশ ডিজাইন মন কেড়েছে অনেকের। গাড়িটি এনেছে র্যানকন ব্রিটিশ মোটরস।