নিজস্ব প্রতিবেদক
ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত তিন দিনের ঢাকা মোটর শোতে এবার দেখা মিলল গাড়ি জগতে এক নতুন ট্রেন্ডের—বৈদ্যুতিক যানবাহনের আধিপত্য। বিদেশি ও দেশীয় ব্র্যান্ডের নানা মডেলের গাড়ি, মোটরসাইকেল ও ইন্ডাস্ট্রিয়াল বাহনে মুখর ছিল প্রদর্শনী।
এই আয়োজনে মরিস গ্যারেজের (MG) নতুন ‘সাইবারস্টার’ স্পোর্টস ইভি কার ছিল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। দাম ১ কোটি ২৫ লাখ টাকা হলেও এর ৫০০ কিলোমিটার রেঞ্জ, ৩.০ সেকেন্ডে ০-১০০ কিমি গতির ক্ষমতা ও স্টাইলিশ ডিজাইন মন কেড়েছে অনেকের। গাড়িটি এনেছে র্যানকন ব্রিটিশ মোটরস।
শোতে ছিল আরও চমকপ্রদ গাড়ি:
মিতসুবিশি এক্সপ্যান্ডার (র্যানকন) – ৭ আসনের ফ্যামিলি গাড়ি, দাম ৩৪ লাখ টাকা
সুজুকি জিমনি ৫-ডোর (উত্তরা মোটরস) – ৪৫ লাখ টাকার অফ-রোড মাস্টার
কিয়া সেল্টস (মেঘনা গ্রুপ) – ৪৩ লাখ টাকায় স্টাইল ও কমফোর্টের মিশেল
জিএসি ই৯ পিএইচইভি (চায়না) – ১ কোটি ১৯ লাখ টাকার প্লাগ-ইন হাইব্রিড
দিপাল এলজিরোসেভেন/এসজিরোসেভেন (চাংগান সহযোগী) – সম্পূর্ণ বৈদ্যুতিক, দাম যথাক্রমে ৬০ ও ৬৫ লাখ টাকা
এসিআই মোটরস প্রথমবারের মতো বাজারে এনেছে ফোটন ব্র্যান্ডের ফ্রিজার ভ্যান। করপোরেট খাতের জন্য উপযোগী এই গাড়ির দাম ৩৬ লাখ টাকা। এছাড়া ঋণ সুবিধার ব্যবস্থাও রয়েছে।
মোটরসাইকেলে বৈদ্যুতিক বিপ্লব
মেলায় বাজাজ, ডংজিন, সালিদা ও অন্যান্য ব্র্যান্ডের ইভি মোটরসাইকেল ছিল নজরকাড়া। ৫০ হাজার থেকে ১.৫৮ লাখ টাকার দামে একবার চার্জে ১৫০ কিমি পর্যন্ত চলার ক্ষমতা। তরুণদের মধ্যে সালিদা ও ডংজিনের বাইকগুলো বিশেষভাবে জনপ্রিয় ছিল।
উত্তরা মোটরস উদ্বোধন করেছে বাজাজ পালসার F250 – ৩ লাখ ৬৫ হাজার টাকায় স্পোর্টি রাইড।
ছাত্রদের উদ্যোগেও চমক
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘ফর্মুলা আইইউটি’ দল তৈরি করেছে নিজস্ব ফর্মুলা রেস কার, যা চীনের ‘ফর্মুলা স্টুডেন্টস চায়না ২০২৫’-এ প্রতিযোগিতা করবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!