BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।ময়মনসিংহের গৌরীপুরে (৪ মে ) বিকেলে সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’ প্রতিপাদ্যে বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে অংশগ্রহন করে গৌরীপুর প্রেসক্লাব, গৌরীপুর সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরাম। পরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব। প্রধান বক্তা সাংবাদিকদের অধিকার নিয়ে আলোচনা করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর।