BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার দায়ে আটক ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন সরকার।শনিবার (২ আগস্ট) সকালে সি-১৭ মডেলের একটি সামরিক পরিবহন বিমানে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে একই প্রক্রিয়ায় দফায় দফায় একশ’রও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান অবৈধ অভিবাসন ইস্যুতেদ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন মোকাবেলায় কঠোর অবস্থান গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদেরও শনাক্ত করে দেশে ফেরত পাঠানো হচ্ছে।