যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার দায়ে আটক ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন সরকার।
শনিবার (২ আগস্ট) সকালে সি-১৭ মডেলের একটি সামরিক পরিবহন বিমানে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে একই প্রক্রিয়ায় দফায় দফায় একশ’রও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান অবৈধ অভিবাসন ইস্যুতে
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন মোকাবেলায় কঠোর অবস্থান গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদেরও শনাক্ত করে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
এই ধাপে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে অনেকের নাগরিকত্ব যাচাই ও নথিপত্রে জটিলতা ছিল বলে জানিয়েছে ওয়াশিংটনের একটি সূত্র। কেউ কেউ বৈধ পাসপোর্ট ছাড়া আটক হয়েছিলেন, আবার কারো পরিচয় নিশ্চিত করতে সময় লেগেছে।
নাগরিকত্ব যাচাই ও কাগজপত্রের জটিলতা
বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই অভিবাসীদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে দেশে ফেরত পাঠানো হয়েছে। যাদের বৈধ পাসপোর্ট ছিল, তাদের দ্রুত ফিরিয়ে আনা গেছে। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য বাংলাদেশ মিশন একমুখী ট্রাভেল পারমিট (TP) ইস্যু করেছে। আর যাদের কোনো ধরনের পরিচয়পত্রই ছিল না, তাদের নাগরিকত্ব নিশ্চিত করে TP প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার যাদের ফেরত পাঠানো হয়েছে তারা সবাই মার্কিন সামরিক বিমানে একযোগে দেশে ফিরেছেন। যদিও এর আগের ধাপগুলোতে অনেকেই বেসরকারি (কমার্শিয়াল) ফ্লাইটে এসেছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!