BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বিনোদন প্রতিবেদকউপমহাদেশজুড়ে সংগীতপ্রেমীদের জন্য সুখবর—এক মঞ্চে গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড বায়ান ও বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী এনজেল নূর। ‘যদি আবার’ গানের মাধ্যমে আলোচনায় আসা এনজেল এবার গাইবেন আন্তর্জাতিক কনসার্টে।এই মাসের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সফর ট্যুর’ কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়াম জানিয়েছে, শিগগিরই অনুষ্ঠানস্থল ও তারিখ ঘোষণা করা হবে। কনসার্টে এনজেল গাইবেন বায়ানের একটি গান, আর বায়ান পরিবেশন করবে এনজেলের ‘যদি আবার’ গানটি।এর আগে, এনজেলের এই গানটি ভারতের অরিজিৎ সিং নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন, যা তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। গানটি ভারতের পাশাপাশি পাকিস্তানেও জনপ্রিয়তা পায়।