বিনোদন প্রতিবেদক
উপমহাদেশজুড়ে সংগীতপ্রেমীদের জন্য সুখবর—এক মঞ্চে গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড বায়ান ও বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী এনজেল নূর। ‘যদি আবার’ গানের মাধ্যমে আলোচনায় আসা এনজেল এবার গাইবেন আন্তর্জাতিক কনসার্টে।
এই মাসের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সফর ট্যুর’ কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়াম জানিয়েছে, শিগগিরই অনুষ্ঠানস্থল ও তারিখ ঘোষণা করা হবে। কনসার্টে এনজেল গাইবেন বায়ানের একটি গান, আর বায়ান পরিবেশন করবে এনজেলের ‘যদি আবার’ গানটি।
এর আগে, এনজেলের এই গানটি ভারতের অরিজিৎ সিং নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন, যা তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। গানটি ভারতের পাশাপাশি পাকিস্তানেও জনপ্রিয়তা পায়।
এদিকে, ৯ মে যাত্রাবিরতিতে অনুষ্ঠিত হবে আরেকটি মিউজিক্যাল শো ‘গপ্প শপ্প আর গান’। এই শোতেও গান পরিবেশন করবেন এনজেল। সঙ্গে থাকবেন শিল্পী শুভ্র ও লিমন।
এনজেল খুব শিগগিরই প্রকাশ করছেন তাঁর নতুন একক গান ‘তিল’। এ বিষয়ে তিনি বলেন, “বন্ধুদের সঙ্গে গল্প বলার মতো করে গানটি তৈরি করেছি।”
শুধু গান নয়, অভিনয়েও সরব এনজেল নূর। ইতিমধ্যে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন আরও চারটি সিনেমায়—এর মধ্যে একটি তামিল, একটি কলকাতার ও দুটি বাংলাদেশের প্রজেক্ট।
চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা এনজেল নূরের পুরো নাম জুলফিকার নূরী এনজেল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেছেন বছর দুই আগে।
মন্তব্য করার জন্য লগইন করুন!