BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
তাইওয়ানের পূর্বাঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রাজধানী তাইপেইয়ের ‘তাইপেই ১০১’ ভবনটি অক্ষত অবস্থায় টিকে আছে। ভবনটির এই অসাধারণ স্থিতিশীলতার পেছনে রয়েছে ‘ড্যাম্পার বেবি’ নামক একটি বিশাল ইস্পাত গোলক।স্থানীয় সময় অনুযায়ী, 2024 সালের 6 এপ্রিল, বুধবার সকাল 8টার দিকে তাইওয়ানের পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে।ভূমিকম্পের মাত্রা ছিল 7.4, যা বেশ তীব্র।ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন সিটি থেকে 18 কিলোমিটার দূরে ভূগর্ভে 34.8 কিলোমিটার গভীরে।ভূমিকম্পে তাইওয়ানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।অনেক বহুতল ভবন ভেঙে পড়েছে।অনেক বাড়িঘর হেলে পড়েছে।ভূমিকম্পে 12 জন নিহত এবং প্রায় হাজারের মতো আহত হয়েছে।