তাইওয়ানের পূর্বাঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রাজধানী তাইপেইয়ের ‘তাইপেই ১০১’ ভবনটি অক্ষত অবস্থায় টিকে আছে। ভবনটির এই অসাধারণ স্থিতিশীলতার পেছনে রয়েছে ‘ড্যাম্পার বেবি’ নামক একটি বিশাল ইস্পাত গোলক।
স্থানীয় সময় অনুযায়ী, 2024 সালের 6 এপ্রিল, বুধবার সকাল 8টার দিকে তাইওয়ানের পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে।ভূমিকম্পের মাত্রা ছিল 7.4, যা বেশ তীব্র।ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন সিটি থেকে 18 কিলোমিটার দূরে ভূগর্ভে 34.8 কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে তাইওয়ানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।অনেক বহুতল ভবন ভেঙে পড়েছে।অনেক বাড়িঘর হেলে পড়েছে।ভূমিকম্পে 12 জন নিহত এবং প্রায় হাজারের মতো আহত হয়েছে।
তাইওয়ানের সবচেয়ে উঁচু ভবন ‘তাইপেই ১০১’ ভূমিকম্পে অক্ষত অবস্থায় টিকে আছে।508 মিটার উঁচু এই ভবনটির এই অসাধারণ স্থিতিশীলতার পেছনে রয়েছে এর উদ্ভাবনী নকশা।ভবনটির কেন্দ্রে 660,000 কেজি ওজনের একটি বিশাল ইস্পাত গোলক স্থাপন করা হয়েছেএই গোলকটিকে ‘ড্যাম্পার বেবি’ বলা হয়।ভূমিকম্পের সময়, ‘ড্যাম্পার বেবি’ ভবনের বিপরীত দিকে দুলতে থাকে, যা ভবনের কম্পন প্রশমিত করে।‘ড্যাম্পার বেবি’-র কারণে ভবনের কম্পন 40% পর্যন্ত কমে যায়।
‘ড্যাম্পার বেবি’ প্রযুক্তি তাইওয়ানের আকাশচুম্বী ভবনগুলোকে ভূমিকম্পের ঝুঁকি থেকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে আরও ভবনে এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!