BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মানুষের মনে অন্যের সাফল্য দেখে যে নেতিবাচক অনুভূতি জন্মায়—ইসলামে তাকে হিংসা বা বদ নজর বলা হয়। কুরআন–হাদিসে বদ নজরকে বাস্তব এক ক্ষতিকর প্রভাব হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এবং এর থেকে বাঁচতে বিভিন্ন দোয়া শেখানো হয়েছে।মানুষ স্বভাবতই সামাজিক জীব। সমাজে চলার পথে আমরা একে অন্যের সুখ-সমৃদ্ধি দেখি। কখনো এ দেখে মনে ভালো অনুভূতি জাগে, আবার কখনো বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হতে পারে। ইসলামে এ ধরনের অনুভূতিকে দুই ভাগে ব্যাখ্যা করা হয়েছে—ঈর্ষা (গিবতা) ও হিংসা (হাসাদ)।