BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
এফডিসির শুটিং সরগরম মিউজিক ভিডিও নিয়েবছরের প্রথম দিন এফডিসিতে সিনেমার শুটিং না থাকলেও মিউজিক ভিডিওর শুটিংয়ে সরগরম ছিল পরিবেশ। পুরোনো বিল্ডিংয়ের আদলে নির্মিত শুটিং সেটে গানের তালে নাচছিলেন নবাগত দুই শিল্পী হামজা খান ও অলংকার চৌধুরী। গানের শিরোনাম ছিল ‘পাগলা-পাগলি’, যা গেয়েছেন ও সুর করেছেন আকাশ মাহমুদ। শুটিং পরিচালনা করেছেন নাজমুল ইভান।শিল্পী সমিতি ও পরিচালক সমিতির সামনে মানুষের জটলা আর ক্যানটিনে চায়ের আড্ডা মিলিয়ে নতুন বছরের শুরুতেই প্রাণবন্ত ছিল এফডিসি।