- এফডিসির শুটিং সরগরম মিউজিক ভিডিও নিয়ে
বছরের প্রথম দিন এফডিসিতে সিনেমার শুটিং না থাকলেও মিউজিক ভিডিওর শুটিংয়ে সরগরম ছিল পরিবেশ। পুরোনো বিল্ডিংয়ের আদলে নির্মিত শুটিং সেটে গানের তালে নাচছিলেন নবাগত দুই শিল্পী হামজা খান ও অলংকার চৌধুরী। গানের শিরোনাম ছিল ‘পাগলা-পাগলি’, যা গেয়েছেন ও সুর করেছেন আকাশ মাহমুদ। শুটিং পরিচালনা করেছেন নাজমুল ইভান।
শিল্পী সমিতি ও পরিচালক সমিতির সামনে মানুষের জটলা আর ক্যানটিনে চায়ের আড্ডা মিলিয়ে নতুন বছরের শুরুতেই প্রাণবন্ত ছিল এফডিসি।
- নতুন খবর তিশার ৮৪০ নিয়ে
অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বছরের প্রথম দিন চ্যানেল আইয়ের ছাদে আয়োজন করেছিলেন ‘৮৪০’ সিনেমা নিয়ে এক বিশেষ আয়োজন। জানানো হয়, ৩ জানুয়ারি সিনেমাটি তিনটি ভিন্ন সময়ে আরটিভি, চ্যানেল আই ও দীপ্ত টিভিতে প্রচারিত হবে। যারা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি, তারা এবার টেলিভিশনে ছবিটি উপভোগ করতে পারবেন।
তিশা বলেন, "একসঙ্গে তিনটি চ্যানেলে সিনেমা প্রচার করার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। মিডিয়ার সম্মিলিত উদ্যোগ আমাদের আরও এগিয়ে নেবে।"
- শিল্পকলার তারুণ্যের উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমি নতুন বছর উপলক্ষে ঘোষণা করেছে মাসব্যাপী ‘তারুণ্যের উৎসব’। জানুয়ারি মাসজুড়ে সারা দেশের বিভিন্ন জেলায় লোকনাট্য উৎসব চলবে। গতকাল সিরাজগঞ্জে মাদার পীরের পালা দিয়ে উৎসব শুরু হয়েছে।
- মঞ্চে ‘সাতকাহন’
ঢাকার মহিলা সমিতি মঞ্চে ছিল নাটক ‘সাতকাহন’-এর বিশেষ প্রদর্শনী। নাটকটি তুলে ধরেছে নারীর ভিন্ন ভিন্ন জীবনের গল্প। নির্দেশক সৈয়দা শামছি আরা জানান, নাটকের মাধ্যমে সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়াস চালানো হয়েছে।
- ট্রেন্ডিংয়ে মালাইকা চৌধুরী ও পুষ্পা ২
মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর অভিনীত নাটক ‘সন্ধিক্ষণ’ ইউটিউব ট্রেন্ডিংয়ের ২ নম্বরে জায়গা করে নিয়েছে। অন্যদিকে মিউজিক তালিকার শীর্ষে রয়েছে ‘পুষ্পা ২’-এর আইটেম গান।
নতুন বছরের প্রথম দিন এভাবেই মিউজিক ভিডিও, নাটক, চলচ্চিত্র ও মঞ্চের ব্যস্ততা আর সৃজনশীলতায় কেটেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!