BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওর বেষ্টিত ভাটিপাড়া ইউনিয়নের মানুষ আর্থিকভাবে অসচ্ছল। যেখানে এসএসসির ফরম পূরণের নির্ধারিত ফির টাকা দিতেই অভিভাবকদের খেতে হচ্ছে হিমশিম। আবার তার সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত টাকা। এমন চিত্র দেখা গেছে ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ে।বিদ্যালয় কর্তৃপক্ষদের দাবি, শিক্ষাবোর্ডে যাতায়াতসহ আনুষঙ্গিক খরচ বহনের জন্য অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। উপজেলা প্রশাসনকে জানিয়ে এই টাকা নিচ্ছেন তারা। তবে উপজেলা প্রশাসন বলছে, এমন টাকা নেয়ার কোনো নিয়ম নেই বিদ্যালয়ের।দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরুর নির্ধারিত সময়ের পর ১শ টাকা জরিমানা দিয়ে আরও কয়েক দিন ফরম ফিলাপ করা যাবে।কিন্তু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে তার উল্টো চিত্র পাওয়া গেছে। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত। এর মধ্যে ২ হাজার ৫০০ টাকা ফরম ফিলাপ বাবদ। বাকি অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ অনলাইন ফি, পরিক্ষার কেন্দ্রে যাতায়াত খরচ, বিভিন্ন চার্জসহ নানা অজুহাত দেখাচ্ছে।