BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভারত-পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনার আগুন জ্বলছে, তখন ওমানের মাসকাটে এক টুকরো মাঠে মুখোমুখি হলো দুই দেশের হ্যান্ডবল দল। বৃহস্পতিবার (৯ মে) অনুষ্ঠিত হলো দশম এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ। যুদ্ধাবস্থার ছাপ পড়েছে মাঠেও। ম্যাচে ভরাডুবি হয়েছে ভারতের—২-০ সেটে হেরে যায় তারা।প্রথম সেটে পাকিস্তান জয় পায় ৩৪-৬ এবং দ্বিতীয় সেটে ৩৬-৭ ব্যবধানে। নয় দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান।এদিকে সাম্প্রতিক ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক যখন তলানিতে, তখন এই ম্যাচ নিয়ে শুরু থেকেই ছিল অনিশ্চয়তা।টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ম্যাচে ভারতের খেলোয়াড়েরা কালো বাহুবন্ধনী পরে প্রতিবাদ জানানোর চেষ্টা করলেও আয়োজকেরা তা খুলে ফেলতে বলেন এবং সতর্ক করেন—এ ধরণের কর্মকাণ্ড করলে দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হতে পারে।