BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
গতকাল রাতে বেলগ্রেডের রেড স্টার স্টেডিয়ামে শেষ বাঁশির পর, সিবিএস স্পোর্টসের ম্যাচ–পরবর্তী বিশ্লেষণে উঠেছিল প্রশ্ন—বার্সেলোনায় কি নতুন যুগের শুরু হয়েছে? কোচ হান্সি ফ্লিকের অধীনে বার্সা কি নতুন রূপে ফিরে আসছে? ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির মতে, ফ্লিকের এই সাফল্যের ভিত গড়ে দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। লামিনে ইয়ামালসহ বর্তমান দলের একাধিক খেলোয়াড়কে মূল দলে তুলে এনে জাভি ইতিমধ্যে বার্সার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করেছেন। দুই বছর ধরে একসঙ্গে খেলার ফলে বার্সার খেলায় স্বাভাবিকভাবেই এক ছন্দের ধারাবাহিকতা এসেছে, যা প্রতিপক্ষকে কুপোকাত করছে।চ্যাম্পিয়নস লিগে গতকাল রেড স্টার বেলগ্রেডকে তাদের মাঠে ৫-২ গোলে হারিয়েছে বার্সা। এই ফলাফলই যেন ফ্লিকের নেতৃত্বে নতুন যুগের বার্তা দিচ্ছে। ২০২১ সালে লিওনেল মেসির বিদায়ের পর নতুন প্রজন্মকে ঘিরে একটি নতুন যুগ শুরু হওয়ার প্রতীক্ষায় ছিল বার্সা। গত মৌসুমে জাভির অধীনে লা লিগা শিরোপা জয় সেই নতুন যুগের ভূমিকা বলা যেতে পারে, আর এবার ফ্লিকের অধীনে যেন সেই যুগের উন্মেষ ঘটেছে। কেউ কেউ বলছেন, এখন বার্সার স্লোগান হতে পারে—‘গোল চাই, গোল ছাড়া কিছু নয়!’