BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভ্রমণ প্রতিবেদকভ্রমণের শুরুটা হয়েছিল গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে, সহধর্মিণীর জোরাজুরিতে। গন্তব্য পাহাড়ের রানি দার্জিলিং। ঢাকা থেকে রাতের বাসে রওনা দিয়ে ভোরে পৌঁছাই বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে। হালকা কুয়াশার ভেজা রোদের মধ্যে সেই সকালটা ছিল চিরচেনা নয়, বরং কিছুটা রূপকথার মতো। প্রাতঃরাশ করি বিখ্যাত ‘বুড়ির হোটেল’-এ।সকাল ৯টায় ইমিগ্রেশনের প্রক্রিয়া শুরু হয়। ভিসার চাপ কম থাকলেও কাউন্টারের স্বল্পতার কারণে সময় লেগে যায়। তবে বর্ডারে ঘটল এক মধুর ঘটনা—এক বিজিবি সদস্য, আমার স্ত্রীর পাসপোর্ট দেখে চেনা নাম পেয়ে বলেন, “আরে! আমরাও তো একই এলাকার।” সেখান থেকেই যেন শুরু হলো আত্মার বন্ধনে জড়ানো এক ভ্রমণ।ভারতীয় সীমান্ত পেরিয়ে আমরা যাত্রা করি শিলিগুড়ির পথে। ছোট্ট কিন্তু আরামদায়ক বাসে যেতে যেতে চোখে পড়ে জলপাইগুড়ির চা–বাগান আর সবুজের সমারোহ। মনে পড়ে যায় সমরেশ মজুমদারের ‘উত্তরাধিকার’ উপন্যাসে বর্ণিত ডালাসের সেই চা–বাগানের দৃশ্য।