BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ইসলামে, আমানতদারি একটি গুরুত্বপূর্ণ গুণ। মুসলমানদের একে অপরের প্রতি বিশ্বস্ত হতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে আমানত রক্ষা করতে হবে। আমানতের খেয়ানত একটি মারাত্মক অপরাধ যা ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর।রসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "মহান আল্লাহ ঘোষণা করেছেন: 'যখন দুই পক্ষ মিলে যৌথ কোনো কাজ করে, আমি তখন তাদের (সাথে) তৃতীয় পক্ষ হই। যে পর্যন্ত তারা পরস্পরের সঙ্গে খেয়ানত তথা বিশ্বাসঘাতকতা না করে।'" (সুনানে আবুদাউদ, হাকেম)রসুল (সাঃ) আরও বলেছেন, "মানুষের চারিত্রিক গুণাবলির মধ্য থেকে যে গুণটি সবচেয়ে আগে অদৃশ্য হয়ে যাবে তাহলো আমানতদারি তথা বিশ্বস্ততা। আর শেষ অবধি যা রয়ে যাবে তা হচ্ছে নামাজ। এমন অনেক নামাজি আছে যারা কোনো কল্যাণই অর্জন করতে পারে না।" (আবু দাউদ ও তিরমিজি)রসুল (সাঃ) বলেছেন, "তোমরা খেয়ানত কর না, কেননা খেয়ানত কতই না শাস্তি ও তিরস্কারযোগ্য।" (আবু দাউদ ও তিরমিজি)