BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদা না দেওয়ায় অস্ত্রধারীদের হামলা, ছড়াল ভিডিও; আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত কাতলাপুর মিলনঘাটসাভার, ঢাকা:সাভারের কাতলাপুরের কর্ণপাড়া মিলনঘাট এলাকায় গুলি ছুড়ে ও অস্ত্রের ভয় দেখিয়ে দুটি ইঞ্জিনচালিত ট্রলার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম লিখিত অভিযোগ দিলে, তা মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে, এবং এর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে এক ব্যক্তিকে ট্রলারের ওপর অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।চাঁদার দাবিতে গুলি ও হামলামামলার এজাহারে কামরুল ইসলাম উল্লেখ করেছেন, সিঙ্গাইরের ফুডনগর মোল্লাপাড়ার অন্তর খান, মোর্শেদ খান, মোশাররফ খান, হৃদয়, রনি খানসহ আরও ১০–১২ জন মিলে তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। চাঁদা না দেওয়ায় তাঁকে মারধর করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে অন্তর খান তিন রাউন্ড গুলি ছোড়েন। এরপর খোকন ও আরমান মাঝিকেও মারধর করা হয় এবং দুটি ট্রলার ছিনিয়ে নেওয়া হয়।