BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের তৈরি ‘দ্য ফিফথ্ এস্টেট' নামক ইংরেজি পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বিভাগটির চতুর্থ বর্ষের 'এডিটিং এন্ড পেইজ মেকাপ' কোর্সের অংশ হিসেবে এই পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়।বুধবার (২২ নভেম্বর) বেলা তিনটায় বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হুমায়রা কবির ও আঞ্জুমান আক্তারের সঞ্চালনায় এবং বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠান আয়োজিত হয়।এই কোর্সের অধীনে প্রথমবারের মতো বিভাগটির প্রথম ব্যাচ ‘এমসিজে বার্তা’ নামে একটি পত্রিকা তৈরি করেছিল। করোনা মহামারির প্রতিকূলতার কারণে পত্রিকাটির প্রকাশ সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের তৈরি "দ্বি এমসিজে" নামক পত্রিকার উদ্বোধন করা হয়।‘দ্য ফিফথ্ এস্টেট' পত্রিকার মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়া আরো উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক এন এম রবিউল আওয়াল চৌধুরী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান সহ বিভাগটির অন্যান্য শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।