BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের বিনিময়ে চারা গাছ বিতরন করেছে হাল্টপ্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বুধবার (২২ নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে এই আয়োজনটি করা হয়।এসময়ে শিক্ষার্থীরা দুইটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে বিভিন্ন চারা গাছ সংগ্রহ করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের ৩০০ জন শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে।হাল্টপ্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এই উদ্যেগ নেওয়ার কারণ হিসাবে ক্যাম্পাস ডিরেক্টর সুমাইয়া কবির বলেন, 'যেহেতু হাল্টপ্রাইজের ১৭ টি এসডিজি'র (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) মধ্যে ৩ নং ও ১৫ নং গোল দুইটি সরাসরি পরিবেশের সুরক্ষার সাথে সংশ্লিষ্ট তাই এই গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া। আশা করি, এখান থেকে গাছের চারা নেওয়া ৩০০ জন শিক্ষার্থী তাদের নিজেদের প্রাঙ্গনে গাছ কে পরিচর্যা করবেন,এতে করে আমাদের এই পৃথিবী আরেকটু সবুজ হবে।’