BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নওগাঁর পোরশায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত তিন জনকে হত্যা মামলায় ২২ বছর পর রায় দিয়েছেন আদালত। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও আট আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। যাবজ্জীবন পাওয়া তিনজন হলেন—আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির।