BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
শোকজপ্রাপ্ত দুই প্রার্থী হলেন— বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।বুধবার (১৪ জানুয়ারি) প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং ফেনী সিভিল জজ আদালতের বিচারক সবুজ হোসেন এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।আদালতের আদেশে বলা হয়, অভিযুক্ত দুই প্রার্থী তাদের নিজ নিজ ফেসবুক পেজে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণামূলক পোস্ট প্রকাশ করেছেন।বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ভেরিফায়েড ফেসবুক পেজ “Lion Md Harunur Rashid” থেকে গত ৬ জানুয়ারি একটি ছবি ও ধানের শীষ প্রতীক সংবলিত পোস্টার প্রকাশ করা হয়। পোস্টটিতে লেখা ছিল— ‘হারুন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’।অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর ফেসবুক আইডি “Billal Hossain Miaji” থেকে গত ৭ জানুয়ারি একটি ছবি ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সংবলিত পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে উল্লেখ ছিল— ‘১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন’। পাশাপাশি ‘বিল্লাল মিয়াজী ভাইয়ের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক পেজ থেকেও নিয়মিতভাবে একই ধরনের পোস্ট প্রকাশ করা হচ্ছিল।এই বিষয়গুলো নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে এলে আদালত তা বিবেচনায় নেন। আদালত মনে করেন, এসব কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ নম্বর বিধি লঙ্ঘনের শামিল। পাশাপাশি বিধি ২৭ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১খ (৩) (ক) অনুচ্ছেদ অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।এ কারণে উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়ে আগামী ১৯ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।