BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরের ফরিদগঞ্জে চেয়ারম্যানের বিরোদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। ১৭ই অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ১২নং চর দুঃখিয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন। এসময় বক্তারা, চেয়ারম্যান শাহাজান মাষ্টারের বিরোদ্ধে বিধাব ভাতা, নাগরিক সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিস সনদ, বয়স্ক ভাতা, বিজিডি চাল, বিজিএফ চালসহ নানা অনিয়মের কথা তুলে ধরেন। এবং চলমান সমস্যার নিরসন কথাও বলেন তারা। চেয়াম্যান সঠিক ভাবে পরিষদে না আসার কারনে সেবা থেকে বঞ্চিত হন বলে দাবি করেন। তারা আরো বলেন, গত কয়েদিন পূর্বে চেয়াম্যান ও সচিবের মারামারি ঘটনায় স্থানীয় লোকদের মামলা দিয়ে হয়রানী করছেন তিনি। হয়রানী মুলক মামলা তুলে নিতে চেয়াম্যান কে অনুরোধ জানান। মামলা তুলে না নিলে আগামীতে আরো বড় কর্মসূচি দিবে বলে জানান ভুক্তভুগি লোকজন। এসময় সকল বিষয়ে দ্রুত সমাধান না করলে তার পদত্যাগ দাবিতে পথে বিভিন্ন কর্মসূচি গ্রহন করবেন বলে জানান।এসময় বক্তব্য রাখেন, লিটন হোসেন, আলমগীর হোসেন, রাছেল হোসেন, অলি চৌকিদার, সফি উল্যা, জামাল হোসেন, বিলকিছ বেগমসহ আরো অনেকে।