BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চট্টগ্রামে পূর্বনির্ধারিত এক শান্তিপূর্ণ সমাবেশ থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে নগরীর দেওয়ানহাট মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, সমাবেশের অনুমতি না থাকায় এবং যান চলাচলে বাধা সৃষ্টি করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।তবে আয়োজকেরা জানায়, ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ ব্যানার ছিনিয়ে নেয় ও মাইক ভাঙচুর করে। এরপর বাসদ (খালেকুজ্জামান) চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী, ছাত্র ফ্রন্ট নেতা মিনহাজ উদ্দিন এবং ইজিবাইক চালক মো. রোকন-কে তুলে নেয়।