BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
জান্নাত এমন এক চিরস্থায়ী সুখের আবাস, যেখানে দুঃখ–বেদনা, বিচ্ছেদ কিংবা কষ্টের কোনো অস্তিত্ব থাকবে না। ইসলামের দলিল অনুযায়ী, সত্যিকার মুমিন স্বামী–স্ত্রী পরকালেও একত্র থাকবেন—এ বিষয়ে কুরআন ও হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে।জান্নাতকে নিয়ে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন আসে। তার মধ্যে অন্যতম—জান্নাতে কি স্বামী–স্ত্রী একসঙ্গে থাকবে? ইসলামি দলিলসমূহ এ প্রশ্নের স্পষ্ট ও প্রশান্তিদায়ক জবাব দেয়।