BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরের বাবুরহাটে সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ চলতি বছরের হজ্বযাত্রীদের জন্য একটি আলোচনা ও দোয়া সভা আয়োজন করেছে। ২৫ মে, শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় হাজী মোবারক শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এজেন্সির আঞ্চলিক অফিসে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।৩৫০ জন হজ্বযাত্রী এই বছর সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলসের মাধ্যমে হজ্ব পালন করবেন। তাদের টিকিট, ভিসা এবং অন্যান্য কাগজপত্র সভায় হস্তান্তর করা হয়।আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউসার, সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলসের ডিরেক্টর, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মোঃ খাইরুল ইসলাম নয়ন, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মোঃ দেলোয়ার হোসেন খান, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি।আলহাজ্ব মুফতি ফারুক আহমদ, বাবুরহাট বাজার জামে মসজিদের খতিব ও মুহাদ্দিস, হজ্বযাত্রীদের জন্য দোয়া পরিচালনা করেন।সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস হজ্বযাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে। এর মধ্যে রয়েছে:ওমরাহ ও হজ্ব ভিসা এবং রিটার্ন এয়ার টিকেট,তিন বেলা সুস্বাদু বাংলাদেশী খাবার, হেলথ ইন্স্যুরেন্স।