BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের বিক্ষোভে সড়কে প্রায় দুই ঘণ্টার অবরোধ সৃষ্টি হয়। আজ রোববার সকাল আটটা থেকে শুরু হওয়া এই কর্মসূচি দুপুর ১টার দিকে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।বিক্ষোভের কারণ ও দাবি‘সহযোদ্ধা’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁদের তিন দফা দাবি আদায়ে এই বিক্ষোভ করেন। তাঁদের দাবি:চাকরিচ্যুতির সময় থেকে সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাসহ পুনর্বহাল।চাকরি পুনর্বহাল সম্ভব না হলে সরকারি সব সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতায় আনা।সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুতিতে ব্যবহৃত একতরফা বিচারব্যবস্থা সংস্কার।