BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। চলতি বছরে এই পুরস্কারের ৬৯তম আসর অনুষ্ঠিত হয়। রবিবার গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে অনুষ্ঠিত এই আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় নির্মিত ‘টুয়েলভথ ফেল’।সেরা অভিনেতার পুরস্কার পান রণবীর কাপুর, যিনি ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করেছিলেন। সেরা অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া ভাট, যিনি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করেছিলেন।সেরা পরিচালকের পুরস্কার পান বিধু বিনোদ চোপড়া। আজীবন সম্মাননায় ভূষিত করা হয় পরিচালক ও প্রযোজক ডেভিড ধাওয়ানকে।এবারের ফিল্মফেয়ারে একাধিক অ্যাওয়ার্ড পেয়েছে ‘টুয়েলভথ ফেল’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ‘টুয়েলভথ ফেল’ ছবিটি সেরা অভিনেতা (সমালোচক), সেরা অভিনেত্রী (সমালোচক), সেরা সহ-অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী, সেরা গীতিকার, সেরা গীতিকার (সমালোচক) এবং সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পায়। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটি সেরা পরিচালক (সমালোচক), সেরা গল্প, সেরা সংলাপ এবং সেরা সম্পাদকের পুরস্কার পায়।এই আসরে আরও যারা পুরস্কার পেয়েছেন:সেরা খল অভিনেতা: বরুণ ধাওয়ান (ডাঙ্কি)সেরা খল অভিনেত্রী: দীপিকা পাড়ুকোন (পাঠান)সেরা নবাগত অভিনেতা: আদিত্য রায় কপূর (রণ)সেরা নবাগত অভিনেত্রী: সাইফ আলি খান (জোরাম)সেরা সঙ্গীত পরিচালক (সমালোচক): ইমরান মাহমুদ খান (জোরাম)সেরা গীতিকার (সমালোচক): অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া চাও)সেরা সম্পাদক (সমালোচক): রাম রাজু (জোরাম)সেরা প্রযোজক: কৃতি শঙ্কর (টুয়েলভথ ফেল)